বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব হযরত মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতা পরবর্তী অনেকবার ক্ষমতার হাত বদল হয়েছে, শান্তি প্রতিষ্ঠার কথা বলে জনগণের মুক্তির কথা বলে, কিন্ত তারা কেউ কাঙ্খিত শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তবে যারা ক্ষমতায় ছিলেন তাদের সকলেরই অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে। এর মূল কারণ হল মহান আল্লাহ পাকের গোলামী ছেড়ে দিয়ে আল্লাহর বিধিবিধান ছেড়ে দিয়ে মানব রচিত মানুষের মনগড়া বিধান মেনে নিয়ে তাগুতের গোলামে পরিণত হয়েছি। তাই দুর্নীতিবাজ চরিত্রহীন নেতানেত্রীর আনুগত্য পরিহার করে আল্লাহ ও রাসূলের তরিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে হাতপাখা মার্কার দাওয়াত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনি শান্তির প্রতীক হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান। গতকাল (রোববার) ৪নং খাদিমপাড়া ইউনিয়নে হাত পাখা মার্কা চেয়ারম্যান প্রার্থী হাফিজ মাওলানা শরীফ আহমদ (তামান্না হুজুর) এর সমর্থনে দলীয় কার্যালয়ে নির্বাচনী তারবিয়্যাতে সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ১৯৭০ সাল থেকে একদলীয় শাসন দেখেছি, সামরিক শাসন দেখেছি, স্বৈরশাসন দেখেছি, ভোটারবিহীন নির্বাচন দেখেছি কিন্তু কোন দলই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। তাই আমরা নতুন আঙ্গিকে ইসলাম, দেশ তথা মানবতার মুক্তির লক্ষ্যে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে সকলেই ঐক্যবদ্ধ হই। ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ ফজলুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী হেলাল আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সহ-সভাপতি আলহাজ আব্দুল করিম, মহানগর সভাপতি মুফতী মো. ফখর উদ্দিন, সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মো. সোহেল আহমদ, মহানগর সভাপতি মুহা. মাহমুদুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।