Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলা নিহত ৫০

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাইজেরিয়ার মুবি শহরের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হামলার সময় মসজিদটি মুসল্লী দিয়ে ভর্তি ছিল। এখনো পর্যন্ত, কোন দল হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পারে। উল্লেখ্য, অঞ্চলটিতে প্রায়ই হামলা চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।
খবরে বলা হয়, মঙ্গলবার সকালে আদামাওয়া অঙ্গরাজ্যের মুবি শফরের উনগুয়ার শুয়া এলাকায় অবস্থিত মদিনা মসজিদে ফজর সালাত আদায়কালে এ হামলা চালানো হয়। আদামাওয়া অঙ্গরাজ্যের পুলিশ বাহিনীর মুখপাত্র অথমান আবু বকর হামলা নিয়ে বলেন, এখন পর্যন্ত হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। অনেকেই আহত হয়েছেন। আমরা সুনির্দিষত সংখ্যাটি বলতে পারছি না। তাদেরকে চিকিতসার জন্য ভিন্ন ভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরো বলেন, হামলাকারী মুসল্লীদের সঙ্গে মিশে গিয়েছিল। সে অন্যান্য মুসল্লীদের সঙ্গে মিশে মসজিদে প্রবেশ করে। এই হামলার পেছনে কে দায়ী সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই হামলার ধরন আমাদের পরিচিত। আমরা নির্দিষ্ট করে কাউকে সন্দেহ করছি না, তবে কারা এ ধরনের হামলা চালাতে পারে তাদের আমরা চিনি। হামলায় বোকো হারামের ছাপ ছিল। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে বোকো হারামের চালানো বিভিন্ন হামলায় এখন পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যূত হয়েছে অন্তত ২৬ লাখ। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ