Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী ক্ষেপণাস্ত্র চীনা সেনাবাহিনীতে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ আগামী বছরের মাঝামাঝি যুক্ত হবে শব্দের চেয়ে ১০ গুণ দ্রুতগামী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। অন্তত ১০টি পরমাণু ‘ওয়ারহেড’ বা বোমা সজ্জিত ডংফেং-৪১ নামার ক্ষেপণাস্ত্র দিয়ে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালানো যাবে। ১০টি পরমাণু বোমা দিয়ে পৃথক ১০টি লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে এটি। এ ছাড়া, শত্রুর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে লক্ষ্যভ্রষ্ট করার প্রযুক্তি থাকবে এতে। এ প্রযুক্তির আওতায় শত্রুকে বিভ্রান্ত করতে ‘ডামি ফ্লায়ার’ বা আতশবাজি ব্যবহার করবে ডংফেং-৪১। ২০১২ সালের পর থেকে অন্তত আট দফা ডংফেং-৪১য়ের পরীক্ষা চালিয়েছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ