Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

যুব গেমসের প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের প্রতিটি জেলায় আজ থেকে শুরু হচ্ছে আসন্ন বাংলাদেশ যুব গেমসের প্রস্তুতি পর্ব। প্রস্তুতির জন্য অংশগ্রহণকারী জেলাগুলোর ক্রীড়া সংস্থার অনুকূলে অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সরেজমিন যুব গেমসের প্রস্তুতি দেখতে প্রতিনিধি প্রেরনের সিদ্ধান্তও নিয়েছে তারা। শুধু তাই নয়, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত মতে আন্তর্জাতিক রুলস অনুযায়ী সব ক’টি জেলায় গেমস আয়োজনে নির্দেশিকা পাঠাবে বিওএ। গতকাল সকালে ঢাকা বিভাগীয় পর্যায়ের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার বজলুল করিম চৌধুরীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গেমসের বিস্তারিত তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার সেলিম রেজা, যুব গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য লে.কর্নেল মোহাম্মদ ওসমান সারোয়ার এবং ঢাকা বিভাগের অন্তর্গত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদকগন। ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম বি সাইফ মোল্লা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিকেএসপির ক্যাডেটদের স্ব স্ব জেলার হয়ে গেমসে অংশগ্রহনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বিওএকে অনুরোধ করেন।
প্রতিযোগিতার মাধ্যমে তৃনমূল পর্যায়ের ক্রীড়াবিদ খুঁজে বের করতে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ যুব গেমসের আয়োজন করছে বিওএ। অনূর্ধ্ব-১৭ বছরের ক্রীড়াবিদদের অংশগ্রহনে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরে ৬৪টি জেলায় একসঙ্গে শুরু হবে জেলা পর্যায়ের গেমস। আগামী ৬ থেকে ১২ জানুয়ারী ৮টি বিভাগে একসঙ্গে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে গেমসের চূড়ান্ত পর্ব। যুব গেমসে ২১ টি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ