মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মরক্কোর পশ্চিমাঞ্চলীয় ইসাউরা শহরের কাছে রোববার ত্রাণ বিতরণের সময় ভিড়ের চাপে কমপক্ষে ১৫ নারীর প্রাণহানি ও ১০ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্র একথা জানায়। খবরে বলা হয়, উপকূলবর্তী পর্যটন নগরী ইসাউরা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সিদি বৌলালাম গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কয়েকশ’ নারী সেখানকার গ্রামের একটি বাজারে ত্রাণ নিতে জড়ো হয়। ত্রাণ বিতরণের সময় তাদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হলে হতাহতের ঘটনাটি ঘটে। এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক বার্ষিক এ ত্রাণ বিতরণের আয়োজন করেন। তিনি বাণিজ্যিক রাজধানী কাসাবøাঙ্কায় বসবাস করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, ‘এ বছর প্রচুর লোক সেখানে ত্রাণ নিতে আসে।’
তিনি জানান, লোকজন বেষ্টনী ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। এতে ভিড়ের চাপে ১৫ নারীর মৃত্যু ও ১০ জন আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।