Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুবনা লিমির তৃতীয় একক অ্যালবাম গান গল্প ও ভালোবাসা

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন সঙ্গীতশিল্পীদের মধ্যে আলোচিত লুবনা লিমি। তার গায়কীতে ক্ল্যাসিক্যাল ধাঁচ থাকায় শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন। ইতোমধ্যে তার দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবার তার তৃতীয় একক অ্যালবাম প্রকাশিত হয়েচ্ছ। তার নতুন অ্যালবামের নাম ‘গান, গল্প ও ভালোবাসা’। এটি সম্প্রতি ‘গানচিল’র ব্যানার থেকে বাজারে এসেছে। এবারের অ্যালবামে একটু ভিন্নতা আনার চেষ্টা করছেন লিমি। অ্যালবামে গানের ভেতর নাটকীয় আবহ সৃষ্টি করেছেন মিতালী ও রাহী। এতে গান আছে আটটি। সবগুলো গানের কথা ও সুর করেছেন লুবনা লিমি নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। অ্যালবামটি এরইমধ্যে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। শুধু তাই নয়, তার ভিন্নধর্মী এই গানের অ্যালবাম থেকে শ্রæতিমধুর গান নিয়ে শিগগিরই গান বাংলা একটি মিউজিক ভিডিও নির্মাণ করবেন বলে জানান লুবনা লিমি। লিমি বলেন, ‘আমার নিজের গায়কী নিয়ে আমি কখনোই সন্তুষ্ট ছিলাম না। প্রতিনিয়তই কেবল মনে হয় আমাকে আরো ভালো গাইতে হবে। শ্রোতারা যেন আমার গান শুনে মুগ্ধ হন। প্রথম দুটি অ্যালবামে আমার সন্তুষ্টি ছিল না। কিন্তু তৃতীয় অ্যালবামে শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। সত্যিই প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি আমি। আমি আজীবন ভালো গান গেয়ে যেতে চাই। শ্রোতাদের ভালোবাসার মাঝেই নিজেকে রাখতে চাই।’ লুবনা লিমির প্রথমম একক অ্যালবাম ছিল ‘সত্যি বলছি ছয়’ এবং দ্বিতীয়টি ছিল ‘একটুখানি ঘুম’। দ্বিতীয় একক অ্যালবামে লিমি নচিকেতার সঙ্গে ‘রাত জোনাকী’ গানে কণ্ঠ দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুবনা লিমির তৃতীয় একক অ্যালবাম গান গল্প ও ভালোবাসা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ