বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বসত বাড়ি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নাটোরে আপন মা বিলকিস বেগম ও নিজের শিশু পুত্র আলিফ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে আলম সরদার। এ সময় বাধা দিতে গেলে তার বাবা শাহাদৎ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে সে।
রোববার রাতে সদর উপজেলার দস্তানাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় শাহাদাৎ হোসেনের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হত্যাকারী আলম সরদারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহত শাহাদৎ হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। খবর পেয়ে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরেই বসত বাড়ির জায়গা নিয়ে ছেলে মাদকাসক্ত আলম সরদারের সাথে তার মা বিলকিস বেগমের বিরোধ চলে আসছিল। পরে এ নিয়ে মামলা হলে মামলায় রায় মা বিলকিস বেগমের পক্ষে যায়।
এদিকে আলম তার প্রথম পক্ষের স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে সে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকতো। গত দুই দিন আগে শাহ আলম বাড়িতে ফিরে আসে। এর পর থেকে তার মা বিলকিস বেগমের সাথে তার ঝগড়া বিবাদ চলে আসছিল। এরই এক পর্যায়ে রোববার রাতে আলম ধারালো অস্ত্র দিয়ে তার মা বিলকিস বেগমকে জবাই করে হত্যা করে। এ সময় শাহ আলমের ১১ বছরের ছেলে পিএসসি পরীক্ষার্থী আলিফ হোসেনকেও জবাই করে হত্যা করে।
পরে তার বাবা শাহাদৎ হোসেন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। এসময় শাহাদাতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শাহাদাৎ হোসেনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে এবং শাহ আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।