পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মুক্তিকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর এক কমান্ডোসহ ৭ জন নিহত হয়েছেন। গত শনিবার শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দূরে হাজিন গ্রামে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তারা অভিযান শুরু করেছিলো।
প্রাদেশিক পুলিশ প্রধান শিষ পাল ভায়েদ বলেন, পাকিস্তানভিত্তিক লস্করে তাইয়েবা গ্রুপ সংশ্লিষ্ট এক গোষ্ঠীর ছয়জন সদস্যকে হত্যা করেছে পুলিশ। তিনি দাবি করেন, ‘নিহত ছয় সন্ত্রাসীই পাকিস্তানি নাগরিক।’
বিমান বাহিনীর সদস্যের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক মুনির খান। নিহত কাশ্মিরিদের খবর ছড়িয়ে পড়লে ভারত-বিরোধী সেøাগান নিয়ে রাজপথে নেমে আসে কাশ্মিরবাসী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এর আগে শুক্রবার রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় মুক্তিকামী সেনা মুগিস আহমাদ মীর। তার সম্মানে গত শনিবার হাজার হাজার মানুষ জানাযা ও দাফনে অংশ নেয়। তার বাড়ির সামনে রাত কাটায় অনেক তরুণ। সহিংসতা আশঙ্কায় সেখানে কারফিউ জারি করে ভারত। স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
১৯৮৯ সাল থেকেই কাশ্মিরের স্বাধীনতার দাবিতে লড়াই করছে সেখানকার অধিবাসীরা। এখন পর্যন্ত ভারতীয় সামরিক অভিযানে ৭০ হাজারেরও মতো মানুষ মারা গেছেন। ভারতের ৫ লাখ সেনা ওই এলাকায় অবস্থান করছে। তাদের অভিযোগ, পাকিস্তান কাশ্মিরবাসীদের অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী তৈরি করছে। সূত্র : আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।