Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠির জবাব দিয়েছে ট্রান্সপোর্ট কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


গেল মাসে ঢাকায় শেষ হওয়া দশম এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাজেট বরাদ্দের চেয়েও অতিরিক্ত অর্থ ব্যয় করেছে পাঁচটি সাব-কমিটি। ফলে নিয়ম বর্হিভুতভাবে অধিক অর্থ ব্যয় করার দায়ে ওই কমিটিগুলো কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। কমিটি গুলো হলো- মিডিয়া, ট্রান্সপোর্ট, গ্রাউন্ডস অ্যান্ড ফেসিলিটিজ, আইন-শৃঙ্খলা ও লিয়াজোঁ। অতিরিক্ত ব্যায়ের জন্য বাহফের চিঠির জবাব দিয়েছে ট্রান্সপোর্ট ও অভ্যর্থনা কমিটি। গতকাল কমিটির সম্পাদক আরিফুল হক প্রিন্স বাহফের চিঠির জাবাবে লিখিত বক্তব্যে বলেন, টুর্নামেন্ট কমিটি, বাজেট কমিটি এবং পরিবহন ও অভ্যর্থনা কমিটির যৌথ সভা ব্যতিত একতরফাভাবে বিল প্রেরণ করার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ব্যয়সহ পুরো আয়োজনে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা। অভিযোগ উঠেছে, এই কমিটিগুলোর চেয়ারম্যান ও সম্পাদককে গত ১১ নভেম্বর চিঠি দিয়ে অধিক অর্থ ব্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বাহফে’র সাধারণ সম্পাদক আব্দুস সাদেক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- ‘বাজেট কমিটির দেয়া নিয়মের বাইরে অধিক অর্থ ব্যয় কীভাবে করা হয়েছে, তার ব্যাখ্যা দিতে হবে। বিল-ভাউচার যা দেয়া হয়েছে, সেখানে ত্রুটি-বিচ্যুতি দেখা গেছে।’ এরই প্রেক্ষিতে চিঠির জবাব দিয়েছে পরিবহন ও অভ্যর্থণা কমিটি। লিখিত জবাবে প্রিন্স সাদেকের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমি এখনো হকি ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য। এটা জানা সত্বেও আপনি দেশের ক’টি জাতীয় দৈনিক পত্রিকায় আমার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ৩১ লাখ টাকা অতিরিক্ত খরচের কথা বলেছেন। আমি মনে করি, এতে আমার সম্মানহানী হয়েছে। উক্ত চিঠি পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি পত্র দ্বারা আমাকে সুস্পষ্ট ব্যাখ্যা দেয়ার জন্য অনুরোধ করছি। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। শেষে আমি অনুরোধ করে বলছি, টুর্নামেন্ট কমিটি, অদৃশ্য বাজেট কমিটি এবং পরিবহন ও অভ্যর্থনা কমিটিকে নিয়ে বসে বাকী বকেয়া বিল পরিশোধের উদ্যোগ গ্রহন করবেন।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ