Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প চাইলেই পরমাণু হামলা চালাবে না সামরিক বাহিনী

পরমাণু বিষয়ক শীর্ষ কমান্ডার বিমানবাহিনীর জেনারেল জন হাইতেন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পরমাণু হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অবৈধ’ কোনও নির্দেশ মানা হবে না বলে জানিয়েছেন দেশটির পরমাণু বিষয়ক শীর্ষ কমান্ডার বিমানবাহিনীর জেনারেল জন হাইতেন। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের এই শীর্ষ কর্মকর্তা বলেছেন, তিনি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন যেন কোনও ‘বৈধ বিকল্প’ পাওয়া যায়। গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদেন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগেই মার্কিন সিনেটররা আলোচনা করছিলেন পরমাণু হামলার ক্ষেত্রে প্রেসিডেন্টের একক আধিপত্য থাকবে কিনা। সিনেটররা উদ্বেগ প্রকাশ করেছিলেন ট্রাম্প হয়তো বেপোরোয়াভাবে পরমাণু হামলার নির্দেশ দিয়ে বসতে পারেন। কানাডায় হ্যালিফ্যাক্স ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামে জেনারেল হাইতেন বলেন, আমরা এসব বিষয়ে অনেক চিন্তা করি। আপনার যখন এমন দায়িত্ব থাকবে তখন চিন্তা না করে কিভাবে থাকবেন আপনি। তিনি বলেন, আমি প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছি। তিনি আমাকে বলবেন কি করা উচিত। ১৯৭৬ সালের পর আলোচনার ঘটনাটি যুক্তরাষ্ট্রে প্রথম। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রাম্পের বিভিন্ন হুমকির প্রেক্ষাপটে উদ্বিগ্ন হয়েই এমন শুনানির আয়োজন করা হয়ে বলে মনে করা হচ্ছে। পারমাণবিক অস্ত্র ব্যবহার করার এখতিয়ার শিরোনামে এই শুনানি করে কংগ্রেসের সিনেট আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি। এরপর গত মাসে ট্রাম্পের বক্তব্যকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে হাটা বলে মন্তব্য করেছিলেন সিনেট কমিটির রিপাবলিকান চেয়ারম্যান সিনেটর বব ক্রোকার। ক্যাপিটাল হিলে অংশ নেয়া শুনানিতে কানেকটিকাটের ডেমোক্র্যাট সদস্য ক্রিস মারফি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এতটাই অস্থির, যে, পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মার্কিন নিরাপত্তা স্বার্থের ব্যত্যয়ও ঘটতে পারে। ওজনারেল হাইতেন বলেন, যদি এটা অবৈধ হয় তবে বুঝতেই পারছেন কি হতে পারে। আমি তাকে বলবো মি. প্রেসিডেন্ট এটা ঠিক নয়। তিনি হয়তো বলবেন, তাহলে বৈধ কি? আমি তখন তাকে বোঝানোর চেষ্টা করবো পরিস্থিতি আসলে কিরকম এবং কি করা উচিত।’ বিষয়টা খুব জটিল নয় বলেও মন্তব্য করেন তিনি। হাইতেন বলেন, আমি অবৈধ নির্দেশ মানলে কারাবরণ করতে হতে পারে। সারাজীবন জেলেই থাকতে হতে পারে। জেনারলে হাইতেনের বক্তব্য নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ট্রাম্প। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ