Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ লাখ ইউরোতে কুমারিত্ব বিক্রি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

১৯ বছর বয়সী এক মার্কিন যুক্তরাষ্ট্রের এক মডেল ২৫ লাখ ইউরোতে কুমারীত্ব বিক্রি করেছেন। গিসেল নামের ওই মডেলের কাছে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক ব্যবসায়ী। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানের বরাত দিয়ে দি ইনডিপেন্ডেন্টের খবরে বলা হয়, গিসেলকে কুমারীত্ব বিক্রিতে সাহায্য করেছে সিনডারেলা এসকর্ট নামে একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি কুমারীত্ব নিলামে তোলে এবং সর্বোচ্চ অর্থদাতার কাছে বিক্রি করে। সেখানে বলা হয়, প্রাপ্ত অর্থ গিসেলের লেখাপড়ার কাজে ব্যবহার করা হবে। এ বিষয়ে গিসেল বলেন, আমি স্বপ্নেও ভাবিনি নিলাম থেকে এত অর্থ আসবে। আমার স্বপ্ন যেন সত্যি হলো। গিসেল জানান, তাঁর কুমারীত্ব বিক্রিকে অনেকেই নেতিবাচক হিসেবে নিয়েছেন। তবে অনলাইনে কুমারীত্ব বিক্রির বিষয়টি সম্পূর্ণ নারী স্বাধীনতার বিষয়। গিসেলের জন্য অর্থ ব্যয়কারী আবুধাবির ওই ব্যবসায়ীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ইনডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ