নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শক্রমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন শুরু করছে রোপ স্কিপিং খেলা প্রশিক্ষণ কর্মসূচি। বিভাগীয় ও জেলা পর্যায়ের এ কর্মসূচীর উদ্বোধন হবে আজ। সন্ধ্যা ৬ টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রধান অতিথি থেকে এ কর্মসূচীর উদ্বোধন করবেন রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৌপরিবহন সচিব ও রোপ স্কিপিং খেলা প্রশিক্ষণ কর্মসূচির প্রধান উপদেষ্টা মো: আবদুস সামাদ। সঞ্চালনের দায়িত্বে থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান।
‘হ্যান্ডবলের আইন কানুন’
স্পোর্টস রিপোর্টার
হ্যান্ডবলে নতুন আইন-কানুন সংযোজন করেছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (এফআইএইচ)। ফলে তা জানা জরুরী হয়ে পড়েছে দেশব্যাপী হাজার হাজার হ্যান্ডবল খেলোয়াড়দের। আর তাই হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং অ্যাডেক্স গ্রæপের পৃষ্ঠপোষকতায় ‘হ্যান্ডবলের আইন-কানুন’ বইয়ের মোড়ক উšে§াচন করা হয়। গতকাল হ্যান্ডবল ফেডারেশন কনফারেন্স রুমে ১০৫ পৃষ্ঠার এ বইয়ের মোড়ক উšে§াচন করেন অ্যাডেক্স গ্রæপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলি আজম। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।