Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তঃজেলা মহিলা সাঁতার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শেষ হলো আন্তঃজেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা। গতকাল ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আসরের শেষ দিনে ৮-১০ বছর গ্রæপের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ঝিনাইদহের পলি খাতুন প্রথমস্থান পান। একই গ্রæপের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে মাদারীপুরের সপ্তমী প্রথম হন। ১১-১২ বছর গ্রæপে ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলেতে কুষ্টিয়ার সুমাইয়া খাতুন প্রথম, ৫০ মিটার ফ্রিস্টাইলে কুষ্টিয়ার তাজমিরা প্রথম ও ব্রেষ্টস্ট্রোকে কুষ্টিয়ার তাজমিরা প্রথমস্থান অর্জন করেন। ১৩-১৪ বছর বিভাগের ৫০ ফ্রিস্টাইলে কুষ্টিয়ার মিমিয়া আক্তার ও ১০০ মিটার ফ্রিস্টাইলে একই দলের ইরানী প্রথম হন। এছাড়া ১৪ উর্ধ্ব বছর বিভাগের ১০০ মিটার ফ্রিস্টাইলে কিশোরগঞ্জের ইসামনি বিজয়ী হন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম (যুগ্ম-সচিব)। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির ও সাধারণ সম্পাদিকা হামিদা বেগম উপস্থিত ছিলেন। দু’দিন ব্যাপী তিন গ্রæপে নয়টি ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ