Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালকে নীতি ঠিক করার পরামর্শ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নেপাল ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের জন্য কাঠমান্ডুর নীতিকে স্থিতিশীল করার আহŸান জানিয়েছে বেইজিং। নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইউ হং গত শুক্রবার কাঠমন্ডুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহŸান জানান। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সদ্য সমাপ্ত ১৯তম জাতীয় কংগ্রেসের পরিপ্রেক্ষিতে নেপালের সাথে সম্পর্কের ক্ষেত্রে চীনের অগ্রাধিকার বিষয়গুলো নেপালবাসীকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ইউ হং বলেন, নেপালের সঙ্গে চীনের চারটি প্রধান সহযোগিতা ক্ষেত্র হলো- বাণিজ্য ও বিনিয়োগ, দুর্যোগ পরবর্তী পুনর্গঠন, জ্বালানি ও পর্যটন। সা¤প্রতিক বছরগুলোতে নেপাল ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়লেও বেইজিং থেকে আরো বিনিয়োগ পেতে কাঠমান্ডুকে তার নীতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আশা করছি বিনিয়োগকারীদের জন্য আরো অনুকূল ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারবে নেপাল। শুধু চীন থেকে নয়, অন্য দেশ থেকেও এখানে বিনিয়োগ আসতে হবে। এজন্য সরকারকে আরো স্থিতিশীল হতে হবে এবং নীতির ধারাবাহিকতা থাকতে হবে। একটি চীনা কোম্পানির সঙ্গে নেপাল পানিবিদ্যুৎ প্রকল্প নির্মাণ চুক্তি বাতিল করার কয়েক দিনের মধ্যে চীনা রাষ্ট্রদূতের কাছ থেকে এই মন্তব্য আসে। গত ১৩ নভেম্বর চীনের সরকারি মালিকানাধীন গিজুবা গ্রæপ কর্পোরেশন (সিজিজিসি)’র সাথে ১২০০ মেগাওয়াট ‘বুধী গডাকি পানিবিদ্যুৎ প্রকল্প’ নির্মাণ চুক্তি বাতিল করে শের বাহাদুর দেউবার মন্ত্রিসভা। চলতি বছরের জুনে সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের সরকার এই প্রকল্পের কাজ চীনের গিজুবা গ্রæপকে দেয়। এর কয়েকদিন পরেই দহল প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। চীনা রাষ্ট্রদূতের উদ্বেগের সাথে সুর মিলিয়ে নেপালের বিশেষজ্ঞ ও কূটনীতিকরাও সরকারের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলছেন, এটি নেপালের সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীদের কাছে একটি নেতিবাচক বার্তা পাঠাবে। নীতির স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে না বলে তারা মনে করছেন। সিনহুয়া, বিবিসি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ