Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিপূর্ণ উপায়ে নদী পাড়ি দিচ্ছে অনেক রোহিঙ্গা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঝুঁকিপূর্ণ উপায়ে সাগর-মোহনা দিয়ে আসছে রোহিঙ্গারা। এতে উদ্বেগ প্রকাশ করেছে শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশন (ইউএনএইচসিআর)। জেনেভায় গত শুক্রবার প্যালেস ডি নেশনস-এ এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন ইউএনএইচসিআরের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার। তিনি বলেন, অর্থ দিয়ে নাফ নদী পাড়ি দেয়ার সামর্থ্য নেই এমন অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ উপায়ে নদী পাড়ি দিচ্ছে। তারা যা কিছু পাচ্ছে হাতের কাছে তাই দিয়েই ভাসমান একটি ব্যবস্থা তৈরি করে নিচ্ছে। এক্ষেত্রে তারা ব্যবহার করছে বাঁশ, জেরিক্যান। সেগুলো রশি দিয়ে বেঁধে প্লাস্টিক শিট দিয়ে তা ঢেকে দিচ্ছে। তার ওপর বসে আসছে রোহিঙ্গারা। গত ১০ দিনে এরকম কমপক্ষে ৩০টি ভাসমান ব্যবস্থা তৈরি করে তাতে আরোহণ করে কমপক্ষে এক হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে। এভাবে আসা রোহিঙ্গার সংখ্যা ক্রমশ বাড়ছে। এতে উদ্বিগ্ন ইউএনএইচসিআর। তিনি আরো বলেন, গত ২৫ শে আগস্ট রাখাইনে নৃশংস সহিংসতা শুরুর পর এ পর্যন্ত নৌডুবিতে কমপক্ষে ২০০ রোহিঙ্গা মারা গেছেন। তিনি আরো বলেন, স¤প্রতি আবার নতুন করে রোহিঙ্গা আসা শুরু হয়েছে। এতে পরিষ্কার বোঝা যায় মিয়ানমারে তাদের অবস্থা শোচনীয়। তারা তাই সৈকতে অপেক্ষা করছেন পাড়ি দেয়ার। রাখাইনে খাদ্য ও পানির সরবরাহ নেই বললেই চলেÑ এমন রিপোর্টও পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ২৫ শে আগস্ট সহিংসতা শুরুর পর এ পর্যন্ত কমপক্ষে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছেন। অধিক পরিমাণ সহায়তা ও সেবা দেয়ার প্রচেষ্ট থাকা সত্তে¡ও আশ্রয়শিবিরগুলোতে উপচে পড়ছে রোহিঙ্গা শরণার্থীতে। তারা এখানে বসবাস করছে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে। ফলে বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও অগ্নিকাÐের ঝুঁকি। এমন কি এখানে সহিংসতা ও পাচারের ঝুঁকিও রয়েছে। উইলিয়াম স্পিন্ডলার আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন বাড়তি জমি, আশ্রয় শিবিরগুলোতে অধিক স্থান সংকুলান, জীবন রক্ষাকারী সেবা দেয়ার মতো অবকাঠামো প্রয়োজন। প্রয়োজন পানি সরবরাহের ব্যবস্থা, ল্যাট্রিন, গোসলের স্থান, বিতরণ কেন্দ্র, শিশুর সুরক্ষা, নারীদের জন্য নিরাপদ স্থান, কমিউনিটি সেন্টার। এখন পর্যন্ত রোহিঙ্গাদের মধ্যে লক্ষাধিক তাঁবু, প্লাস্টিক শিট, কম্বল, ঘুমানোর জন্য মাদুর, মশারি, রান্নার সেট, বালতি, জেরিকেন সরবরাহ করেছে ইউএনএইচসিআর। ওদিকে পালিয়ে আসা নতুন এক রোহিঙ্গা বলেছেন, সেনা পোশাক পরা কিছু মানুষ এসে আমাদেরকে হুমকি দেয়। বলে আমাদের সব কিছু কেড়ে নেবে। আমার চাচা ও দাদা তাদের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায়। এতে তাদেরকে আটক করা হয়েছে। আমি ও আমার পরিবার পালিয়ে এসেছি যাতে আমাদেরকে জেলে ঢোকানো থেকে রক্ষা পাই। এই রোহিঙ্গা পরিবারটি একটি পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে পৌঁছে ডংখালি চরে। এটি একটি দ্বীপ। চলার এই পথে মিয়ানমারে একটি সেনা চেকপয়েন্টে তাদেরকে থামানো হয়। ওই ব্যক্তি বলেন, সেখানে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে সেনারা। আমাদের সঙ্গে কিছুই নেই। শুধু আমাদের সঙ্গে আছে দু’একটি কাপড়। আমি একটু আশ্রয় চাই। আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। ইউএনএইচসিআরের ওয়েবসাইটে পোস্ট করা প্রতিবেদনে বলা হয়, যেসব মানুষ ওই ডংখালি চরে এসে পৌঁছতে পারছেন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। সিদ্দিক আহমেদ বলেন, তিনি ও তার ৭ সদস্যের পরিবার ওই দ্বীপে অপেক্ষায় ছিলেন ৩০ দিনের বেশি। কারণ, তাদের কাছে বোট ভাড়া দিয়ে আসার মতো কোনো অর্থ ছিল না। বোটের চাহিদা বেড়ে যাওয়ায় বোটচালকরা এর ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এ ভাড়া জনপ্রতি ১০ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। কিন্তু খাদ্য ও সঙ্গে থাকা পানির সরবরাহ ফুরিয়ে আসায় সিদ্দিক ও অন্য সাতজন মিলে একটি সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেন বাঁশ ও প্লাস্টিকের জেরিকেন ব্যবহার করে একটি নৌকার মতো ভাসমান কিছু তৈরি করবেন। ঠিক তৈরি হয়ে যায় তা। সিদ্দিক বলেন, জোয়ার শুরু হয়ে যায়। ফলে রাতেই আমরা ওই ভাসমান বস্তুটিতে করে দ্বীপ ছাড়ার সিদ্ধান্ত নিউ যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। সিদ্দিকের বয়স ৩৭ বছর। তিনি স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে ঠিকই পৌঁছাতে সক্ষম হন। তার ওই ভাসমান ব্যবস্থায় ৩৪ জনকে নিয়ে আসতে পেরেছেন। এই ভাসমান বস্তুটিকে তারা চালাতে বৈঠা হিসেবে ব্যবহার করেছেন প্লেট। বাঁশের সঙ্গে প্লেট বেঁধে তা নিয়ে বেয়ে নিয়ে এসেছেন প্রায় তিন কিলোমিটার চওড়া নদী। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ