Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি জাতীয় স্বার্থ পরিপন্থী : গিরিরাজ

‘শিয়া, সুন্নি এবং হিন্দু সকলেই রামচন্দ্রের বংশধর’

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ভারতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের গণতন্ত্র সুরক্ষিত রাখতে হিন্দুদের সংখ্যাগুরু থাকাটা একান্তই দরকার। ভারতের জনঘনত্বের পরিবর্তন জাতীয়তাবাদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে দাবি করেন মোদী সরকারের এই মন্ত্রী। তার কথায়, দেশের সংখ্যাগুরু স¤প্রদায় সংখ্যালঘু হওয়ার পথে হাঁটলে সামাজিক ঐক্য ও জাতীয় উন্নয়ন থমকে যাবে। অযোধ্যার বিতর্কিত ভূখÐে রাম মন্দির নির্মাণের বিষয়ে গিরিরাজ বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিষয়ে সহমত পোষণ করেছে মুসলিম শিয়া স¤প্রদায়। খুব শীঘ্রই সুন্নিরাও একমত হবে বলে আমি বিশ্বাস করি। কারণ শিয়া, সুন্নি এবং হিন্দু সকলেই রামচন্দ্রের বংশধর।’ মন্ত্রী গিরিরাজ সিং বলেন, জাতীয় স্বার্থে এখনই পরিবার পরিকল্পনা আইন প্রণয়ন করা হোক। দেশ ভাগের পর এ দেশে মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে অথচ পাকিস্তানে কার্যত নিশ্চিহ্ন হিন্দুরা। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি দেশের পক্ষে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে গিরিরাজ সিং বলেন, উত্তরপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ ও কেরলের ৫৪টি জেলায় হিন্দুরা সংখ্যালঘু। এই বৈপরীত্য দেশের একতা এবং অখÐতাকে সঙ্কটে ফেলবে। একইসঙ্গে তার আরো দাবি, ‘ভারতের সকল জায়গায় হিন্দুদের সংখ্যা কমেছে, সেখানেই সামাজিক ঐক্যের ক্ষয় হয়েছে, সঙ্কটে পড়েছে জাতীয়তাবাদ।’ ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এবার ব্যাপকহারে নির্বীজকরণ করার দাবি করলেন বিজেপির বিতর্কিত সংসদ সদস্য গিরিরাজ সিং। নিজের কেন্দ্র নওয়াদায় এক সভায় গিরিরাজ সিং বলেন, যেভাবে দেশের জনসংখ্যা বেড়ে চলেছে তাতে উন্নয়ণ ও সামাজিক সুস্থিতি নষ্ট হয়ে যেতে বসেছে। তাই এক্ষুনি দেশজুড়ে গণ-নির্বীজকরণ করার প্রয়োজন রয়েছে। তা না হলে দেশে জনবিস্ফোরণ ঘটবে। এনডিটিভি, পিটিআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ