Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেমোক্রেট সিনেটর ফ্রাঙ্কেনের বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


হলিউডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও একের পর এক যৌন হয়রানির অভিযোগ আসছে। সর্বশেষ ডেমোক্রেট দলের সিনেট সদস্য আল ফ্রাঙ্কেনের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় এক নারীকে স্পর্শ ও জোর করে চুমু খাওয়ার অভিযোগ এলো। গত বৃহস্পতিবার রেডিও উপস্থাপক লিয়েন টুয়েডেন লস অ্যাঞ্জেলস স্টেশন কেএবিসির ওয়েবসাইটে এ অভিযোগ করেন বলে রয়টার্স জানিয়েছে। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বিবৃতিতে আল ফ্রাঙ্কেন বলেন, “লিয়েনের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ছবিতেই দেখা যাচ্ছে মজা করার জন্য তা করা হচ্ছিল, যদিও এটা আমার উচিত হয়নি, বলেন তিনি। ২০০৬ সালের ডিসেম্বরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সৈন্যদের বিনোদন দিতে যে দল পাঠানো হয় তার সদস্য ছিলেন লিয়েন ও ফ্রাঙ্কেন। তখনই হয়রানির এসব ঘটনা ঘটে বলে অভিযোগ লিয়েনের। ফ্রাঙ্কেন তখনো রাজনীতিতে আসেননি, ছিলেন কৌতুক অভিনেতা। লিয়েন জানান, ওই ট্যুরের এক অনুষ্ঠানের চিত্রনাট্য লিখেছিলেন ফ্রাঙ্কেন, যেখানে দুজনের চুমু খাওয়ার দৃশ্য ছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ