মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন নির্মাণের নিমিত্তে জোরেশোরে কাজ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। স¤প্রতি যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে তোলা উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজ নির্মানের স্থানের বেশ কিছু ছবি এমন ইঙ্গিত দিচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের ‘৩৮ নর্থ কোরিয়া’ নামের একটি উত্তর কোরিয়া বিষয়ক পর্যবেক্ষণকারী সংস্থা স্যাটেলাইটে তোলা ওইসব ছবি বিশ্লেষণ করে বলেছে, উত্তর কোরিয়ার সিনপো জাহাজ নির্মান এলাকায় সা¤প্রতিককালের কার্জকলাপ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, দেশটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন নির্মান সম্পন্ন করতে জোর প্রস্তুতি নিচ্ছে। কয়েক মাস ধরে সেখানে বিপুল কর্মজজ্ঞের আভাস পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, উত্তর কোরিয়া বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের ভূখÐে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন বানানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টায় তাদের সফলতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কপালের দুশ্চিন্তার ভাঁজ আরো বাড়িয়ে তুলবে। ইতমধ্যেই বেশ কিছু নৌযান ভিত্তিক প্রকল্পের সফল বাস্তবায়ন করে এমনিতেই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা বাড়িয়ে তুলেছে দেশটি। তার ওপরে, যুক্তরাষ্ট্রের ভূখন্ডে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম সাবমেরিন যদি তৈরি করেই ফেলে উত্তর কোরিয়া, তবে যুক্তরাষ্ট্রের জন্য তা হয়ে দাঁড়াবে নতুন আতঙ্ক। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।