Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম্বোডিয়ার বিরোধী দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহŸান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ম্বোডিয়ার প্রধান বিরোধী দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স¤প্রতি কম্বোডিয়ার উচ্চ আদালত দেশটির প্রধান বিরোধী দলকে বিলুপ্ত ঘোষণা করে দলটির শতাধিক নেতাকে নিষিদ্ধ করে। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এক বিবৃতিতে এ আহŸান জানিয়ে বলে, ‘কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির (সিএনআরপি) বিরুদ্ধে সা¤প্রতিক নেয়া পদক্ষেপ তুলে নিতে আমরা কম্বোডিয়া সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘এটি না করা হলে দেশটির ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন বৈধ, অবাধ ও নিরপেক্ষ হবে না।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার সরকার উৎখাতের ষড়যন্ত্রের দায়ে কম্বোডিয়ার সুর্প্রীম কোর্ট দেশটির প্রধান বিরোধী দল সিএনআরপিকে বিলুপ্ত করেছে। তবে প্রধান বিরোধী দল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে। দলটির দাবি সরকারের এমন পদক্ষেপ ‘সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ