মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেলজিয়ামের একটি কোর্ট কাতালানের সাবেক নেতা কার্লেস পুজদেমনকে দেশে ফেরত পাঠানোর কথা বিবেচনা করতে যাচ্ছে। কাতালান অঞ্চলের স্বাধীনতা প্রশ্নে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দেশের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতেই তারা এটি বিবেচনা করছে বলে গতকাল শুক্রবার খবরে বলা হয়। পুজদেমন ও তার চার মন্ত্রী গত মাসে ব্রাসেলসে পালিয়ে যাওয়ার পর মাদ্রিদ আদালত তাদের বিরুদ্ধে একটি ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করে। ন্যায় বিচার পাওয়া যাবে না এমন কথা দাবী করে তারা স্পেনিশ বিচারকের সামনে হাজির হওয়ার নির্দেশ উপেক্ষা করে। কাতালানের বিচ্ছিন্নতাবাদীদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে স্পেনের আবেদনের প্রেক্ষিতে ব্রাসেলসের একটি আদালত এই প্রথমবারের মতো তাদেরকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো যায় কি-না সে ব্যাপারে শুক্রবার শুনানি করতে যাচ্ছে। কঠোর নিরাপত্তা বেষ্টিত আদালত কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রসিকিউটর ও কাতালান নেতার আইনজীবীরা উপস্থিত থাকবেন। বেলজিয়ামের অফিস জানিয়েছে, তারা এখন এই পরোয়ানার বিষয়টি পর্যালোচনা করছে। উল্লেখ্য, পুজদেমনসহ বাকি চার নেতার বিরুদ্ধে স্পেন সরকার রাষ্ট্রদ্রোহ ও উস্কানি দেওয়ার অভিযোগ আনলে তারা বেলজিয়ামে চলে যান। এএফপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।