মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তার দেশের শান্তিকামী সংবিধান সংশোধনে অগ্রগতির ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর গতকাল শুক্রবার সংসদে তার প্রথম নীতিনির্ধারণী বক্তৃতায় তিনি এই কথা বলেন। আবে’র নেতৃত্বে কনজারভেটিভ কোয়ালিশন গত মাসের নির্বাচনে নিম্ন কক্ষে ৪৬৫ আসন পেয়ে দুই তৃতিয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই সুপার মেজোরিটি তাকে দীর্ঘ মেয়াদি স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করছে। সংসদে প্রধানমন্ত্রী আবে বলেন, ‘আমি আস্থাবান যে শান্তিকামী সংবিধান সংশোধনীর যে বিতর্ক সংসদে চলছে তা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, সংবিধান সংশোধনীর বিষয়টি নিয়ে যাতে কোন বিভেদ সুষ্টি না হয় সে জন্য অতি সতর্কতা অবলম্বন করছেন। সে জন্য সংশোধনীর ব্যপারে কোন সময়সীমা নির্ধারণ করেননি। আবে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদাররা জাপানর ওপর একটি অবমাননাকর সংবিধান চাপিয়ে দিয়েছিল। সংশোধিত সংবিধান হবে জাতীয়তাবাদের ভিত্তিতে। তিনি জাপানের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক বাহিনী গড়ে তোলার অধিকারের বিষয়টি সংবিধানে দেখতে চান। বর্তমানে জাপানে আত্মরক্ষামূলক একটি বাহিনী দেশটিতে রয়েছে। যারা কখনো আক্রমনান্ত্রক ভূ’মিকায়
যেতে পারে না। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।