Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএএফ আন্তঃঘাঁটি কাবাডি চ্যাম্পিয়ন পাহাড়কাঞ্চনপুর

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : গতকাল টাঙ্গাইলে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরে শেষ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা। চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর দল ২২-৬ পয়েন্টে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সার্জেন্ট মামুনুর রশিদ শ্রেষ্ঠ খেলোয়ার বিবেচিত হয়েছেন। সমাপনী দিনে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম মাজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ঘাঁটি এয়ার অধিনায়ক, উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ১২ নভেম্বর স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রতিযোগিতায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটির ৬টি দল অংশগ্রহণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ