মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জিম্বাবুয়ের সামরিক বাহিনীর কর্তৃত্ব গ্রহণ ও প্রেসিডেন্টে রবার্ট মুগাবেকে আটক করার বিষয়টি ক্যু মনে হচ্ছে বলে মন্তব্য করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এইউ অবিলম্বে জিম্বাবুয়েকে সাংবিধানিক ধারায় ফিরে নেওয়ার দাবি করেছে বলে জানিয়েছেন ইউনিয়নটির প্রধান আলফা কোন্ড। তবে অভ্যুত্থান (ক্যু) করার কথা অস্বীকার করেছে জিম্বাবুয়ের সামরিক বাহিনী। তারা বলছে, প্রেসিডেন্ট মুগাবে নিরাপদ আছেন এবং সামরিক বাহিনী তার চারদিক ঘিরে থাকা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। মুগারের উত্তরসূরি কে হবেন এ নিয়ে ক্ষমতার দ্ব›দ্ব শুরু হলে সামরিক বাহিনী দেশটির কর্তৃত্ব গ্রহণ করে। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করেন মুগাবে। তাকে এতদিন মুগাবের উত্তরসূরি ভাবা হলেও স¤প্রতি তার জায়গায় ফার্স্ট লেডি গ্রেস মুগাবের নাম সামনে চলে আসে। কিন্তু এ দ্ব›েদ্ব তাদের উপেক্ষা করা হচ্ছে বলে অনুভব করেন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, এমনটিই জানিয়েছে বিবিসি। প্রসঙ্গত, ১৯৮০ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ের রাজনৈতিক দৃশ্যপট নিয়ন্ত্রণ করে আসছেন মুগাবে, বর্তমানে তার বয়স ৯৩ বছর। জিম্বাবুয়েতে যা কিছু ঘটেছে তার প্রতিক্রিয়ায় কোন্ড (যিনি গিনিরও প্রেসিডেন্ট) বলেছেন, জিম্বাবুয়ের সৈন্যরা স্পষ্টতই ক্ষমতা গ্রহণের উদ্যোগ নিয়েছিল। এক বিবৃতিতে তিনি বলেন, এইউ এই পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং দেশটির বৈধ প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।