Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি মোটেও নীরব নই : সু চি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারে সেনাবাহিনীর রোহিঙ্গা নিপীড়নে নীরবতার জন্য সমালোচিত দেশটির নেত্রী অং সান সু চি বলেছেন, বিষয়টি নিয়ে তিনি মোটেও নীরব নন, মানুষ কেন এটা বলছে তা তিনি বুঝতে পারছেন না। মিয়ানমারের রাজধানী নেপিদোতে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ওই সংবাদ সম্মেলনে দুই নেতার বক্তব্য এবং প্রশ্নোত্তরের বিস্তারিত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ফক্স নিউজের প্রতিবেদক সেরাফিন গোমেজ তার প্রশ্নে বলেন, ২০১৪ সালে প্রেসিডেন্ট ওবামা যখন এখানে এসেছিলেন তখন এদেশে গণতন্ত্রিক পরিবর্তনের জন্য আপনি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন। এই মানবিক সঙ্কট দেখা দেয়ার পর এ বিষয়ে নীরবতার জন্য আপনার অনেক সমালোচনা হয়েছে। আপনি এই সঙ্কট নিয়ে নীরব কেন? জবাবে সু চি বলেন, আমি বুঝতে পারছি না লোকে কেন বলছে আমি নীরব ছিলাম। আমি নীরব নই। প্রকৃতপক্ষে, আমার দপ্তর থেকে বহু বিবৃতি দিয়েছি এবং আমি নিজের থেকেও বিবৃতি দিয়েছি। আমার মনে হচ্ছে, আমি যা বলছি তা মানুষের কাছে ততটা আগ্রহের ঠেকছে না। কিন্তু আমি যা বলছি তা চমকপ্রদ হওয়ার জন্য নয়, তা-ই যথার্থ। লোকজনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় না করিয়ে আরও স¤প্রীতি সৃষ্টি এবং সবার জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ তৈরিই আমার বক্তব্যের লক্ষ্য। রয়টার্স, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ