Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

লেবানন সঙ্কট উত্তরণে ফ্রান্সের তৎপরতা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সউদী আরব সফরে গিয়ে লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরির হঠাৎ পদত্যাগের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সঙ্কট উত্তরণে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ফ্রান্স। সউদীর রাজধানী রিয়াদে অবস্থানরত হারিরির সঙ্গে দেখা করার কথা ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইজ লা দাহিইয়োর। লেবানন সঙ্কট নিয়ে গত বুধবার রিয়াদে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর এক সপ্তাহ আগে ৯ নভেম্বর সউদী যুবরাজের সঙ্গে দেখা করতে সংযুক্ত আরব আমিরাত থেকে রিয়াদে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। গত ৪ নভেম্বর রিয়াদে একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে পদত্যাগের ঘোষণা দেন সউদী আরব ও ফ্রান্সের পুরোনো মিত্র, সুন্নি মুসলিম রাজনীতিক হারিরি। আল-জাজিরার খবরে বলা হয়, সউদী আরবের সঙ্গে আঞ্চলিক বৈরী রাষ্ট্র ইরান ও তাদের লেবানিজ মিত্র হিজবুল্লাহর বাকযুদ্ধের মধ্যেই হারিরিকে বিপদমুক্ত করতে ফ্রান্সের এই তৎপরতা শিগগিরই আলোর মুখ দেখবে না বলে মনে করছেন একজন বিশ্লেষক। ‘যেহেতু রিয়াদ ও তেহরানের মধ্যে কোনো চুক্তি ছাড়া লেবাননে কোনো দফারফা হবে না, সেহেতু দু’পক্ষের সঙ্গেই দরকষাকষি করতে চায় প্যারিস’, বলেন প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ তথা সায়েন্সেস-পোর অধ্যাপক স্টিফেন ম্যালস্যাগন। লেবাননের পদত্যাগের ঘোষণা দেয়া প্রধানমন্ত্রী সাদ হারিরিকে ফ্রান্সে পরিবারসহ আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। এতে বলা হয়, লেবাবনের নেতা সাদ হারিরিকে পরিবারসহ প্যারিসের কিছুদিন থাকার আমন্ত্রণ পাঠিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। গত বুধবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন হারিরির আটক থাকার শঙ্কা প্রকাশ করার কয়েক ঘণ্টা পর এমন ঘোষণা আসে। ৪ নভেম্বর সউদী আরব থেকে এক ভাষণে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। ভাষণে তিনি পদত্যাগের জন্য প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন। তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য ইরান ও লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহকে দায়ী করেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ