Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতিতে উদ্বিগ্ন জাতিসংঘ

প্রায় ৭০ শতাংশ মানুষ খাদ্যসঙ্কটে ভুগছে

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো উত্তর কোরিয়ার নিন্দা জানিয়ে বলেছে, দেশটি ব্যাপক আকারে মানবধিকার লঙ্ঘন করছে এবং যে সময় দেশটির নাগরিকরা তীব্র ক্ষুধার জ্বালায় কাতর, তখন ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। জাতিসংঘের সাধারণ সভার মানবাধিকারবিষয়ক কমিটি এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের একটি প্রস্তাব গ্রহণ করেছে, যাতে পিয়ংইয়ংয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। প্রস্তাবটি আগামী মাসের সাধারণ সভায় উত্থাপিত হবে। চলতি বছর উত্তর কোরিয়া দেশটির ষষ্ঠ নিউক্লিয়ার পরীক্ষা সম্পন্ন করেছে এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশকিছু পরীক্ষা চালিয়েছে, যদিও সে দেশের ১ কোটি ৮০ লাখ বা প্রায় ৭০ শতাংশ মানুষ খাদ্যসঙ্কটে ভুগছে। প্রস্তাবে ৬১টি দেশ স্বাক্ষর করে এবং এতে উত্তর কোরিয়ার সম্পদ জনগণের কল্যাণে কাজে না লাগিয়ে তা পরমাণু অস্ত্র নির্মাণে কাজে লাগাচ্ছে বলে দেশটির নিন্দা করা হয়। এতে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ায় নিয়মতান্ত্রিক, বিস্তৃত এবং ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ফলে দেশটির প্রায় চার ভাগের এক ভাগ মানুষ গুরুতর রকম পুষ্টিহীনতায় ভুগছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে রেজুলেশনটি পেশ করার সময় এস্তোনিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর মিনালিনা লিন্ড বলেন, বেশির ভাগ সময়েই আমরা উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি উপেক্ষা করি। কারণ আমাদের নজর থাকে পত্রিকার শিরোনাম হওয়া ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের মতো বিষয়গুলোয়। উত্তর কোরিয়ার অ্যাম্বাসেডর জা সং নাম বলেন, তার সরকার রেজুলেশনটিকে পিয়ংইয়ংয়ের নেতাদের হেনস্থা করার উদ্দেশ্যে রাজনৈতিক চাল হিসেবে বিবেচনা করে তা খারিজ করছে। ওদিকে চলতি সপ্তাহে চীন উত্তর কোরিয়ায় একজন বিশেষ দূত প্রেরণ করবে বলে গত বুধবার এক ঘোষণায় জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ দূত সং তাও পিয়ংইয়ং যাবেন এবং সেখানে গিয়ে গত মাসে অনুষ্ঠিত চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস বিষয়ে সে দেশের কর্মকর্তাদের অবহিত করবেন। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ