মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশে রেশনের খাবার না পেয়ে সখিনা নামের এক মহিলা ইন্তেকাল করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। সরকারি সহায়তার অংশ হিসেবে দেয়া খাদ্যসামগ্রী না পেয়ে সখিনা আশফাক (৫০) নামের ওই মহিলা প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাজ্যটির বেরিলি এলাকায় নিজ বাড়িতে ওই তার মৃত্যু হয়।
এনডিটিভির খবরে বলা হয়, মৃত্যুকালে একেবারেই কঙ্কালসার ছিলেন সখিনা। তাঁর মৃত্যুর সঙ্গে পরিবারের সদস্যদের রেশনের খাবার না পাওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করছে রাজ্য সরকার। পরিবারের অভিযোগ, সখিনা এতটাই অসুস্থ ছিলেন যে তিনি নভেম্বর মাসের জন্য আঙুলের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করে আধার (ভিত্তি) কার্ড নিতে রেশনের দোকানে যেতে পারেননি। তাঁর পক্ষ থেকে অন্য কাউকে কার্ড দিয়ে খাদ্যদ্রব্য দেওয়াও হয়নি। আর এ কারণেই অভুক্ত অবস্থায় ইন্তেকাল হয়েছে তাঁর। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।