Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালতের আদেশে চাকরি পাচ্ছেন মুন্সিগঞ্জের প্রতিবন্ধী রাসেল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ৬:৪৭ পিএম

উচ্চ আদালতের আদেশে অবশেষে চাকরি পেতে যাচ্ছেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শারীরিক প্রতিবন্ধী মো. রাসেল ঢালী। শারীরিক প্রতিবন্ধী কোটায় রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে তাঁকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জনসহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত রাসেল ঢালী আইনি প্রতিকার পেতে ২০১৪ সালে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। চাকরি পেতে করেছিলেন রিট। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ২ জুন হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় দেন আদালত। যার মধ্য দিয়ে তিন বছর ধরে চলা আইনি লড়াইয়ের একটি ধাপ শেষ হলো। আদালতে রাসেলের পক্ষে শুনানিতে ছিলেন মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
জানা যায়, ২০১৩ সালের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সিগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। একই বছর ২১ জুন লিখিত পরীক্ষায় জেলার বিভিন্ন থানার ৫৭ প্রার্থী উত্তীর্ণ হন, যার মধ্যে রাসেলও ছিলেন। পরে ওই বছরেরই ১৫ ডিসেম্বর ১৯টি পদের মধ্যে ১৫ জনকে নিয়োগ দেয়া হয়। এ পরিস্থিতিতে তৃতীয় শ্রেণির ওই পদে নিয়োগ বঞ্চিত রাসেল ঢালী হাইকোর্টে রিট করেন। রিট আবেদনে বলা হয়, শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালী পরিকল্পনা পরিদর্শক পদে মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে ২৮ নম্বর পেয়েছেন। মৌখিক পরীক্ষায় ৯৬ শতাংশ নম্বর পেয়ে প্রতিবন্ধী কোটা থাকার পরেও তিনি চাকরি পাননি। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ২ জুন হাইকোর্ট রুল দেন। রুলে ওই পদে প্রতিবন্ধী কোটায় রাসেলকে কেন নিয়োগ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একটি পদ সংরক্ষণ করতে নির্দেশ দেয়া হয়। এই রুলের চূড়ান্ত শুনানি শেষে তাঁকে নিয়োগ দিতে নির্দেশ দিয়ে রায় দিলেন আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিবন্ধী রাসেল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ