Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরের ঘটনায় গভীর ষড়যন্ত্র -স্বরাষ্ট্রমন্ত্রী

টিটু রায় নির্দোষ হলে ছেড়ে দেয়া হবে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ৬:৩৬ পিএম

রংপুরের গঙ্গাছড়ার ঘটনা গ্রেফতারকৃত টিটু রায় নির্দোষ হলে তাকে ছেড়ে দেয়া হবে। এই ঘটনাগুলো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে গভীর ষড়যন্ত্র। তদন্তের আগে আমরা এখনও অফিসিয়ালি কিছু বলছি না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার দুপুরে বিজয় দিবসের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, টিটু রায়কে গ্রেফতার করা হয়েছে, তিনি যে ফোন ব্যবহার করতেন তার ফোন থেকে একটি কোটেশন প্রকাশিত হয়েছে। তবে তিনি যদি এ ঘটনার সঙ্গে জড়িত না হন তাহলে অবশ্যই তাকে ছেড়ে দেয়া হবে। আমরা তার ওই ব্যবহার করা ফোন চেক করছি। তিনি আরো বলেন, যদি এ ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বিচার হবে। এ ঘটনায় শত শত মানুষ সেখানে আক্রমণ করেছিল তার কিছু ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা সেগুলো দেখে দোষীদের শনাক্ত করছি, গ্রেফতার করছি। তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমারা তো গণগ্রেফতার করতে পারি না। তবে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। তিনি যে দোষী না সেটা প্রমাণ পেতে হলে তাকে তো গ্রেফতার করতেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের সংখ্যালঘুদের বাড়িতে যে হামলা হয়েছে তার সঙ্গে বিএনপি, জামায়াত ও জাতীয় পাটির লোকেরা জড়িত বলে তথ্য পাওয়া গেছে। কিন্তু তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনা ঘটেছে এটা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে গভীর ষড়যন্ত্র। আমরা তদন্তের আগে কিছু বলতে চাচ্ছি না। আমরা তো প্রতিনিয়তই ষড়যন্ত্র মোকাবেলা করছি। ওই দিন শত শত মানুষ সেখানে হামলা করেছিলো। পুলিশ গিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে। যারা এই হামলার সঙ্গে জড়িত আছে তাদের চিহ্নিত করে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা তো নিরীহ লোককে গ্রেফতার করতে পারি না। তিনি সাংবাদিকদের বলেন, বিজয় দিবস উপলক্ষে সড়কের উপর তোরণ নির্মাণ নিষিদ্ধ থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হলে সাত দিন আগে নিরাপত্তা বাহিনীকে জানাতে হবে। সন্ধ্যার পর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কোনো হলে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। মন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে চিহ্নিত স্বাধীনতাবিরোধী কেউ নেতৃত্ব দিতে পারবেন না কিংবা অতিথি বা বিশেষ অতিথি হিসেবে থাকতে পারবেন না। কারা স্বাধীনতাবিরোধী বলে বিবেচিত হবে- জানতে চাইলে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে বোঝানো হয়েছে। এলাকার লোক জানে, কারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছে।রোহিঙ্গাদের ফেরতে মিয়ানমার ও বাংলাদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী সে বিষয়ে কাজ করছেন। আমাদের কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্ব মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ