বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনায় সাটুরিয়া উপজেলা থেকে একটি বিদেশী পিস্তল, ককটেল ও কিছু স্বর্ণ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে এ গুলো উদ্ধার হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান জানায়, মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি করে গাড়ি করে পালিয়ে যাওয়ার সময় সাটুরিয়া পুলিশ সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা সাটুরিয়া সড়কে ব্যারিকেড দেয়। রাত আটটার দিকে ডাকাতেরা ব্যারিকেডের কাছে পৌঁছালে মাইক্রোবাস থেকে নেমে এলোপাথাড়ি গুলি করে এবং ককটেল ফাটিয়ে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে ডিবি পুলিশ একটি বিদেশী পিস্তল, ১১ টি ককটেল ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। পরে সাটুরিয়ার চর তিল্লী এলাকায় ডাকাতির করা কয়েকটি স্বর্ণের কানের দুল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
আর বুধবার রাতে আটক হওয়া ডাকাতের নাম সাইফুল ইসলাম বলে জানা গেছে।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর ইসলাম জানায়, ডাকাতির সময় ব্যবহৃত বিদেশী পিস্তলটি ৬ রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আটক ডাকাত ও উদ্ধার হওয়া মালামাল নিয়ে আমরা মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছি। সার্বিক বিষয়ে দুপুরে পুলিশ সুপার মাহফুজুর রহমান সাংবাদিক সম্মেলন করে জানাবেন।
উল্লেখ্য, মানিকগঞ্জে ফিল্মি স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে অস্ত্র উঁচিয়ে বোমা ফাটিয়ে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের স্বর্ণকারপট্টি এলাকায় নাগ জুয়েলার্সে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি স্বর্ণের দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
মানিকগঞ্জে ডাকাতির খবর পেয়ে সাটুরিয়া পুলিশ সাটুরিয়া বাসস্ট্যান্ডের ধামরাই এলাকায় ঢাকা সাটুরিয়া সড়কে ব্যারিকেড দেয়। রাত আটটার দিকে ডাকাতেরা ব্যারিকেডের কাছে পৌঁছালে মাইক্রোবাস থেকে নেমে এলোপাথাড়ি গুলি করে এবং ককটেল ফাটিয়ে গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলি ও ককটেলের আঘাতে সাটুরিয়া থানার এসআই ওয়াহিদুজ্জামান ও আসলাম হোসেন আহত হয়।
ডাকাতদের ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ। পরে পালানোর সময় জনতা সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।