Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমন নিয়ে কৃষকের উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে

লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া

নাছিম উল আলম | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নভেম্বরের মধ্যভাগে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমগ্র দক্ষিণাঞ্চলসহ উপক‚লভাগ জুড়ে বৃষ্টিপাতের কারণে কৃষকের দুঃশ্চিন্তা ক্রমশ বাড়ছে। ১৯৭০-এর ১২ নভেম্বর-এর ‘হেরিকেন’ ও ২০০৭-এর ১৫ নভেম্বর রাতে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘সিডডর’র তান্ডবে সমগ্র উপক‚লভাগ লন্ডভন্ড হয়ে গিয়েছিল। গতকাল বুধবার সকাল থেকেই সমগ্র দক্ষিণাঞ্চলসহ উপক‚লভাগে মেঘলা আকাশ ও দুপুরের পর হালকা বৃষ্টিপাত শুরু হয়। দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ বাড়ছিল। এ বৃষ্টি অব্যাহত থাকলে উঠতি আমন ধানের ক্ষতির সম্ভবনা ক্রমশ বাড়বে।
মধ্য নভেম্বর ঘূর্ণিঝর মওসুম। বরিশালসহ দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোর উত্তর-পূর্ব দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভবনার কথা জানিয়ে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। পায়রাসহ সবগুলো সমুদ্র বন্দরকেও ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। সাগরে মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে। তবে কোন অবস্থাতেই গভীর সমুদ্রে যেতে বারন করেছে আবহাওয়া বিভাগ।
এবার বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রায় ৭ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আমন আবদ সম্পন্ন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৬ হাজার হেক্টর কম হলেও প্রায় ১৬ লাখ টন চাল উৎপাদনের লক্ষ নির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়। কিন্তু অসময়ের এ বর্ষণ আমনের জমিতে মাজরা সহ বিভিন্ন পোকার আক্রমণের পাশাপাশি ধানে চিটা হবারও আশঙ্কা সৃষ্টি করছে। গতমাসে বরিশালে স্বভাবিকের চেয়ে ৭৬% বেশী বৃষ্টিপাত হয়। তবে কৃষি সম্পসারণ অধিদফতরের মতে, এখনো পরিস্থিতি খুব একটা আশঙ্কাজনক না হলেও অসময়ের এ বৃষ্টিপাত অব্যাহত থাকলে আমন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল ‘আমন’ নিয়েই কৃষকদের সব স্বপ্ন। ‘বোরো ধান’ ইতোমধ্যে দেশের প্রধান খাদ্য ফসলে পরিণত হলেও দক্ষিণাঞ্চলে আমন’ই এখনো প্রধান দানাদার খাদ্য ফসল। এবার কয়েক দফার লাগাতার প্রবল বর্ষণ দক্ষিণাঞ্চলে আমন ছাড়াও গ্রীষ্মকালীন ও শীতকালীন শাক-সবজির মারাত্মক ক্ষতি করেছে। এমনকি অসময়ের এ বর্ষণ অব্যাহত থাকলে শীতকালীন শাক-সবজির জন্যও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তবে আবহাওয়া বিভাগ থেকে আজ (বৃহস্পতিবার) সকালের পরবর্তী ৪৮ ঘণ্টায় পরিস্থিতির সামান্য পরিবর্তনের কথাও জানান হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বরিশাল ও খুলনা সহ উপকূলীয় এলাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সে সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য ও দিনের তাপমাত্রা ১-৩ডিগ্রী সেন্টিগ্রেড হ্রাস পাবার কথাও বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন

১৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ আগস্ট, ২০২২
১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ