পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, ক্ষমতায় থেকে পুলিশ দিয়ে অনেক কিছু করা যায়, ক্ষমতা ছেড়ে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগ ক্ষমতায় আসতে পারবে না।
তিনি বলেন, সরকার অঘোষিত ১৪৪ ধারা জারি করার পরও বিএনপি’র সমাবেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকালে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত উপজেলার ডাকবাংলো চত্বরে ভোট ডাকাতি দিবসের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো.আতোয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি এড.রফিকুল ইসলাম,সম্পাদক হাসমত আলী নেতা, সখিপুর কৃষক শ্রমিক জনতা লীগ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলন আহবায়ক হাবিবুন্নবী সোহেল সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল জেলার কৃষক শ্রমিক জনতা লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জনাব কাদের সিদ্দিকী আরো বলেন,মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী হওয়ায় ১০টাকা হলেও কৃষি উৎপাদন কম হয়েছে। তিনি বলেন, রাতে অনেক মন্ত্রী আমার বাসায় আসে,তারা তথা আ’লীগ বঙ্গবন্ধুকে তাদের সম্পত্তি মনে করে কিন্তু বঙ্গবন্ধু সারা দেশের সম্পদ,আমি(কাদের) বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি,আ’লীগের রাজনীতি করি না। তিনি সিইসি সম্পর্কে বলেন, সিইসি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলতে পারেন না, তাই বিরোধীতা করেছি। তিনি বলেন, পদ্মা সেতু করে ভোট বাড়বে না, জনগণের নিকট যেতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।