মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল ৮টার দিকে অঙ্গরাজ্যটির র্যাঞ্চো টেহামা শহরের বিভিন্ন এলাকায় ওই হামলা চালানো হয়। হামলার শিকার হয় একটি স্কুলের শিক্ষার্থীরাও। র্যাঞ্চো টেহামা অঞ্চলের পুলিশ কর্মকর্তা ফিল জনস্টোন এনবিসি নিউজকে জানান, টেহামার বিভিন্ন এলাকায় গুলি চালায় ওই হামলাকারী। এতে হতাহতের ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। হামলাকারীর সঙ্গে তিনটি বন্দুক ছিল। হামলায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই স্কুল শিক্ষার্থী ও বেশ কয়েকটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম রেডিং রেকর্ড সার্চলাইট। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ১০০ সদস্য ঘটনা তদন্তে নেমেছেন। এনবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।