Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে হিজাব পরিহিত পুতুল বারবি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৩ পিএম, ১৫ নভেম্বর, ২০১৭

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পুতুল বারবি। তবে প্রথমবারের মতো কোনো হিজাব পরিহিত নারীর আদলে পুতুল গড়া এ পুতুল। অলিম্পিকে অংশ নেয়া ফেন্সিং খেলোয়াড় ইবতিহাজ মুহাম্মদের আদলে গড়া বারবি ডল আগামী বছর বাজারে আসবে বলে সম্প্রতি ঘোষণা দেয়া হয়। গত বছরের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশ নেয়া ৩১ বছর বয়সী ইবতিহাজ একটি পরিচিত নাম হয়ে ওঠে। প্রথম মুসলিম আমেরিকান হিসেবে অলিম্পিকে কেবল পদক জেতা নয়, একই সঙ্গে তিনি ছিলেন এ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম কোনো হিজাব পরিহিত প্রতিযোগী। এক টুইটার বার্তায় ইবতিহাজ খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেলকে ধন্যবাদ দিয়ে বলেন, আমি গর্বিত। এখন থেকে অনেক মেয়ে হিজাব পরিহিত বারবি পুতুলের সঙ্গে খেলতে পারবে। এর মাধ্যমে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হলো। গ্লাম্যার ম্যাগাজিনের উইম্যান অব দ্য ইয়ার শীর্ষক বৈঠকে শেরো নামের এ পুতুলের ঘোষণা দেয় বারবি। এক টুইটার বার্তায় কোম্পানিটি জানায়, ইবতিহাজ অনবরত নারীদের শিকল ভাঙার জন্য অনুপ্রেরণা দিয়ে চলেছেন। লেখিকা ব্রিটনি ড্যানিয়েল উচ্ছ¡াস প্রকাশ করে বলেন, প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ। একই টুইট বার্তায় তিনি উল্লেখ করেন, কালো। মুসলমান। জাদু। ব্রিটনির সঙ্গে সুর মিলিয়ে আরো কয়েকজন মানবাধিকার কর্মী বারবির নতুন মডেলটি সম্পর্কে উচ্ছ¡সিত প্রশংসা করে একে পিছিয়ে থাকা মানুষের প্রতিনিধিত্ব বলে উল্লেখ করেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকারী দাবি করা কেউ কেউ ইবতিহাজকে ইহুদিবিদ্বেষী ও আইএসের প্রতীক বলে নিন্দা করেন। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ