Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ে ২৫ ফুট সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে চুরি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের মুম্বাই শহরে ২৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে একটি ব্যাংক থেকে ৪০ লাখ রুপি সমমূল্যের জিনিসপত্র চুরি করেছে দুর্বৃত্তরা। মুম্বাইয়ের জুনিনগর এলাকায় বরোদা ব্যাংকের একটি শাখায় এই চুরি সংঘটিত হয়। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, গত সোমবার সপ্তাহের প্রথম দিন ব্যাংক খুলে চুরির বিষয়টি টের পান কর্মীরা। ব্যাংকটির লকারে ২২৫টি ভল্টের ৩০টি ভাঙা অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংকে চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। ধারণা করা হচ্ছে, পাঁচ মাস ধরে এই চুরির পরিকল্পনা করা হচ্ছিল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ