Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে তালেবান হামলায় অসংখ্য হতাহত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে আফগান তালেবানদের হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, ছয় ঘন্টারও বেশি সময় ধরে চালানো এসব হামলায় কান্দাহারে ২২ পুলিশ সদস্য নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়। ওইদিন রাতে সংঘটিত এ সংঘর্ষে সরকারি বাহিনীর হামলায় ৪৫ জঙ্গি নিহত ও ৩৫ জন আহত হয়। তবে জঙ্গিরা পুলিশ চৌকিগুলোর দখল নিতে সক্ষম হয়নি। কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুররানি বলেছেন, অতিরিক্ত সৈন্য ও বিমান হামলার সমর্থন না পৌঁছানো পর্যন্ত প্রতিরোধ করে যায় আমাদের বাহিনী। তবে তালেবান জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যাম হোয়াটসএপের মাধ্যমে নিরাপত্তা বাহিনীর মোট ৪৩ জনকে হত্যা ও ১৩টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি জানায়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ