Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে চীনের সানওয়ে তাইহুলাইট প্রথম অবস্থান ধরে রেখেছে। এতে করে সুপার কম্পিউটারের সংখ্যার বিচারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন। বিশ্বে ৫০০টি দ্রুততম সুপার কম্পিউটারের মধ্যে চীনে রয়েছে ২০২টি। মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ৫৯টি বেশি সুপার কম্পিউটার রয়েছে চীনের। সারা বিশ্বের দ্রুততম ৫০০ সুপার কম্পিউটার নিয়ে একটি জরিপ চালানো হয়। জরিপ অনুযায়ী, বিশ্বে ৫০০ সুপার কম্পিউটারের মধ্যে ২০২টি সুপার কম্পিউটার রয়েছে চীনে। ২৫ বছর আগে থেকে প্রতি দুই বছর অন্তর এ বিষয়ে জরিপ চালানো হচ্ছে। দুই বছরের ব্যবধানে চীনের পেছনে পড়ে গেল যুক্তরাষ্ট্র। সবচেয়ে দ্রুততম ২০২টি সুপার কম্পিউটার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে চীন; যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে ১৪৩টি। ৩৫টি সুপার কম্পিউটার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জাপান এবং ২০টি নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি। বিবিসি অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ