মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে সংস্থার চার সদস্য দেশ। দেশগুলো হচ্ছে- রাশিয়া, চীন, বলিভিয়া ও মিসর। গত সোমবার ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে বৈঠকের আয়োজন করেছিল আমেরিকা। কিন্তু ওই চার দেশ বলেছে, নিরাপত্তা পরিষদের উচিত হবে না কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা। চার দেশ মার্কিন এ উদ্যোগকে অবৈধ ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে উল্লেখ করে বৈঠক বর্জন করেছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া পরে সাংবাদিকদের বলেন, আমরা আশা করি বাইরে কোনো হস্তক্ষেপ ছাড়াই ভেনিজুয়েলা নিজ প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে তার নিজের ইস্যু সমাধান করতে সক্ষম হবে। অন্যদিকে, বৈঠকে ব্যর্থ হয়ে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সাংবাদিকদের বলেন, ভেনিজুয়েলা পরিস্থিতি দিন দিন সহিংস হয়ে উঠছে এবং এ অঞ্চল ও সারা বিশ্বের জন্য তা হুমকি হিসেবে দেখা দিচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।