মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তামিল নাড়ুর শীর্ষ রাজনীতিক ভিকে শশিকলার পরিবারের সদস্য ও তাদের পরিচালিত জয়া টেলিভিশনের নামে ১,৪৩০ কোটি রুপি ‘অঘোষিত আয়ের’ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন ভারতের আয়কর কর্মকর্তারা। যাদের নামে এই বিপুল পরিমাণ অপ্রকাশিত আয়ের তথ্য মিলেছে বলে অভিযোগ তাদের মধ্যে শশিকলার ভাই ভিকে দিবাকরণও আছে বলে জানিয়েছে এনডিটিভি। বিভিন্ন জায়গায় পাঁচদিন ধরে চালানো অভিযানে আয়কর কর্মকর্তারা নগদ ৭ কোটি রুপি, ৫ কোটি রুপি মূল্যের সোনা ও হীরা জহরতের একটি বড় সংগ্রহ উদ্ধারের কথাও জানিয়েছেন। উদ্ধারকৃত হীরার মূল্য জানতে এই বিষয়ে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা। হিসাবের বাইরে থাকা আয়ের পরিমাণ অবশ্যই ১,৪৩০ কোটি রুপির থেকেও বেশি। দেশের বিভিন্ন স্থানে যে বিপুল পরিমাণ অর্থ জড়ো করে রাখা হয়েছে, এটা তার প্রমাণ, অভিযান শেষে বলেন এক সিনিয়র কর্মকর্তা। শশিকলার পরিবারের সদস্যদের পরিচালিত বেশ কয়েকটি শেল কোম্পানিরও সন্ধান পেয়েছেন আয়কর কর্মকর্তারা। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।