Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৬ বছরে বুশ আমাকে স্পর্শ করেছিলেন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রোজলিন করিগান নামে এক নারী অভিযোগ করে বলেছেন, যখন তার বয়স ১৬ বছর, তখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডবিøউ বুশ তার নিতম্ব স্পর্শ করেছিলেন। তবে গত সোমবার বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রেথ বিবিসিকে বলেন, তিনি ইচ্ছাকৃত কাউকে হয়রানি বা কারো ক্ষতি করার জন্য এসব করতেন বলে মনে হয় না। তবুও সে সময় যারা ক্ষুব্ধ হয়েছিলেন তাদের কাছে আবারো ক্ষমা চাচ্ছি। টাইম ম্যাগাজিনকে করিগান জানান, ২০০৩ সালের নভেম্বরে টেক্সাসের উডল্যান্ডে তার বাবার কর্মস্থলে গিয়েছিলেন। সেখানে সিআইএ কর্মকর্তাদের সঙ্গে সিনিয়র বুশের বৈঠক ছিল। বৈঠক শেষে করিগান ও তার মা বুশের সঙ্গে ছবি তোলেন। সে সময় বুশ তার নিতম্ব স্পর্শ করেছিলেন। তিদনি আরো বলেন, ছবি তোলার সময় এক-দুই-তিন বলার সঙ্গে সঙ্গে তিনি আমার কোমরের নিচে নিতম্বে হাত দেন এবং চাপ দেন। এ কারণেই ছবিতে আমার মুখ হা হয়ে আছে। আমি শুধু ভাবছিলাম এটা কী হলো? কিন্তু তখন আমি কিছুই বলিনি। মার্কিন মুলুকের প্রেসিডেন্টকে একজন কিশোরী কি আর বলতে পারে যে, আপনার এটা করা উচিত হয়নি? তিনি বলেন, আমার প্রাথমিক অনুভূতি খুবই ভয়ংকর ছিল। আমি সত্যি সত্যি বিভ্রান্ত হয়েছিলাম। সে সময় আমি ছিলাম শিশু। এর আগে বুশের একজন মুখপাত্র স্বীকার করেছিলেন যে, বুশ কয়েকজন নারীকে অনাকাক্সিক্ষতভাবে স্পর্শ করেছিলেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ