মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে ভয়াবহ আকার ধারণ করেছে সংক্রামক রোগ প্লেগ। সংক্রমিত হয়ে দেশটিতে এরইমধ্যে ১৬৫ জনের প্রাণহানি হয়েছে, যা অর্ধশতাব্দীর বেশি সময়ের মধ্যে ভয়াবহ। আর আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। প্লেগ ইউরোপে ছড়িয়ে পড়তে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। প্রকাশিত তথ্যে জানা যায়, গত তিনদিনে মৃতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। এ অবস্থাকে বিজ্ঞানীরা ‘জটিল’ আখ্যা দিয়ে ১০টি দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, রোগটি এ বছর ‘অনিরাময়যোগ্য’ হয়ে পড়বে, যা আগামী বছরের এপ্রিল পর্যন্ত মাগাদাস্কারে বিস্তার লাভ করবে। অন্য বিশেষজ্ঞরা বলছেন, প্লেগের বিস্তার আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ এমনকি ব্রিটেনেও ছড়িয়ে পড়তে পারে। বিশ্বস্বাস্থ্য সংস্থা হু বলেছে, এ বছর মাদাগাস্কারে প্লেগ আক্রান্তদের অধিকাংশ নিউমোনিয়াজনিত, যা কাশি, কফ, থু থু থেকে ছড়িয়ে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটাচ্ছে। পার্শ্ববর্তী মালাওয়িতে সপ্তাহান্তে রোগটি ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, সিচিলিস, লা রিইউনিয়ন, তানজানিয়া, মরিশাস, কমোরস, মোজাম্বিক, কেনিয়া এবং ইথিওপিয়াকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার কথা বলেছে হু। প্লেগে আক্রান্ত হয়ে গত ৪ অক্টোবর মাদাগাস্কারে ৩০ জনের মৃত্যু ও প্রায় দু’শ’ আক্রান্তের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রোগটিতে সবশেষ ৯ নভেম্বর ১৬৫ জনের মৃত্যু ও দুই হাজার ৩৪ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।