নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বরিশাল ব্যুরো : ইবতাদায়ী থেকে কামিল পর্যন্ত মাদরাসার কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বরিশালের মাদরাসা প্রধানদের প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষে বরিশাল আঞ্চলিক জমিয়াতুল মোদার্রেছীনের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সভাপতি ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওঃ সৈয়দ শরাফত আলী। কেন্দ্রীয় জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সচিব বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আবদুল রব-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ও বরিশাল জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওঃ সাইয়েদ কামেল কাওছার।
সভায় অন্যানের মধ্যে নেছারাবাদ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ শহিদুল ইসলাম, বরিশাল জেলা সম্পাদক মাওঃ মোঃ ইব্রাহিম খান, বরিশাল মহানগর সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, ভোলা জেলা সভাপতি মাওঃ আঃ খালেক, সম্পাদক মাওঃ মোবাশ্বিরুল ইসলাম নাইম, পটুয়াখালী জেলার সম্পাদক মাওঃ শাহ মাহমুদ ওমর জিয়াদ, বরগুনা জেলার সম্পাদক মাওঃ হারুন অর রশিদ, পিরোজপুর জেলার সম্পাদক মাওঃ ফারুক আহমদ, ঝালকাঠী মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মাহাববুর রহমান, বরিশাল সদরের মাওঃ আনসার উদ্দিন সরদার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় নেতৃবৃন্দ মাদরাসার শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আগামী ২০ নভেম্বর সোমবার দুপুর ১২টায় সকল মাদরাসায় একযোগে শিক্ষক-কর্মচারীদের জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা করার আহবান জানান। অপরদিকে ১০ ডিসেম্বর সকাল ১০টায় বরিশাল টাউন হলে বিভাগের সকল মাদ্রাসা প্রধানকে আঞ্চলিক সম্মেলনে যোগদানের আহবান জানানো হয়। উক্ত সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দীন এবং কেন্দ্রীয় মহাসচিব মাওঃ সাব্বির আহমেদ মোমতাজি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
আগামী জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় মহাসম্মেলনে সকল শিক্ষকÑকর্মচারীকে যোগদানেরও আহবান জানানো হয়। সভায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এএমএম বাহাউদ্দউন এবং কেন্দ্রীয় মহাসচিব মাওঃ সাব্বির আহমেদ মোমতাজিকে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।