Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১০:২৫ এএম

আজ ১৩ নভেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। সকল প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা প্রশাসক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছেন বলে কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ২৪ আগস্ট থেকে নির্যাতনের মুখে মিয়ানমারের আরাকানি রোহিঙ্গারা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে থাকলে পরিস্থিতি মোকাবেলায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন সেই নিষেধাজ্ঞা তোলে নিয়ে এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি দিয়েছে নৌ-মন্ত্রণালয়। নৌ মন্ত্রণালয়ের নির্দেশে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
পুরাতন স্টেশন টেকনাফের দমদমিয়া ঘাট থেকে নাফ নদী হয়ে সেন্টমার্টিনের পথেই জাহাজগুলো চলাচল করবে বলে জানা গেছে।
এদিকে বেশ কয়েকটি জাহাজ কোম্পানি টেকনাফ-সেন্টমার্টিন চলাচলের প্রস্তুতি নিলেও আজ সোমবার সকাল ১০ টা থেকে কেয়ারী সিন্দাবাদ টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন যাত্রা করবে বলে জানান কেয়ারির তত্ত্বাবধায়ক মোহাম্মদ শাহ আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ