নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুদলের মধ্যকার টি-২০ সিরিজ। কিন্তু অনেক ‘যৌক্তিক’ কারণে সফর বাতিল করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডবিøউআই)। সিরিজটি পাকিস্তানের বিপক্ষে এবং পাকিস্তানের মাটিতে হওয়ায় সেই ‘যৌক্তিক’ কারণটা কি তা অবশ্য বুঝতে না পারার কোন কারণ নেই। পাক ক্রিকেট ভক্তদের এজন্যে অবশ্য হতাশ হতে হচ্ছে না। একটু অপেক্ষা বেড়েছে এই যা। লাহোর থেকে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির মাধ্যমে জানা গেল, সিরিজটি পিছিয়ে নেয়া হয়েছে আগামী বছরের মার্চে। ঐ মাসের ২৯, ৩১ এবং ১লা এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। একই সঙ্গে আরো একটি সুসংবাদ দিলেন নাজাম। আগামী পাঁচ বছর সময় বুঝে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানে বার্ষিক একটি করে টি-২০ সিরিজের আয়োজন করবে বিসিবি ও সিডবিøউআই।
নাজাম বলেন, ‘নভেম্বরে আমাদের একটি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু বাজে আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা ঝুকি নিচ্ছি না। আমাদের সিরিজ শুরু হবে তাই আগামী মার্চে। একই বছর যুক্তরাষ্ট্রেও একটি সিরিজ খেলব আমরা।’ তিনি আরো জানান, ‘তারা (সিডবিøউআই) কথা দিয়েছে আগামী পাঁচ বছর তারা পাকিস্তান সফর করবে এবং যুক্তরাষ্ট্রেও আমরা সিরিজ খেলব। তবে যুক্তরাষ্ট্রে আমরা খেলব ত্রিদেশীয় সিরিজ। তৃতীয় দলের কথা পরে জানানো হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।