Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও হতাশ করলেন সিদ্দিকুর

| প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আবারও জাতিকে হতাশ করলেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। ম্যানিলা মাস্টার্সে শেষ পর্যন্ত ৭০তম স্থান পেয়ে আসর শেষ করলেন তিনি। যদিও আগেরবার এ প্রতিযোগিতায় ২৯তম স্থান হয়েছিলেন সিদ্দিকুর। গতকাল ফিলিপাইনের ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডেও হতাশ করেন তিনি। দু’টি বার্ডি ও একটি বোগি করে চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে ৭০তম হন সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের এ আসরে শুরুটা ভালো করেছিলেন লাল-সবুজের কৃতি এই গলফার। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৫তম স্থানে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ছন্দ পতন হয় সিদ্দিকুরের। জায়গা পান ৬৪তম স্থানে। তৃতীয় রাউন্ডে এসে তার স্থান হয় ৭১তম অবস্থানে। আর কাল চতুর্থ রাউন্ডে ৭০তম হয়ে খেলা শেষ করেন সিদ্দিকুর। ১০ লাখ ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টে পারের চেয়ে ১৯ শট কম খেলে চ্যাম্পিয়ন হন যুক্তরাষ্ট্রের মিকাহ লরেন সিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ