Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের পুশব্যাক না করার আহবান এমনেস্টির

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমার থেকে পালিয়ে আসা আতঙ্কিত রোহিঙ্গা মুসলমানদের সমুদ্র পথে ‘পুশ ব্যাক’ না করার জন্য থাইল্যান্ডের প্রতি আহŸান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এমনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এই আহŸান জানানো হয়। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতার কারণে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। অসহায় এসব শরণার্থীরা চোরাচালানকারী ও মানব পাচারকারীদের লক্ষ্যবস্তু হতে পারে বলে উদ্বেগ বাড়ছে। রোহিঙ্গা মুসলিমদেরকে বৌদ্ধ-সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের নাগরিকত্ব স্বীকার করা হয় না। কয়েক দশক ধরে তাদের ওপর নির্যাতনের কারণে তারা পালিয়ে অন্যত্র চলে যাচ্ছে। স্থল ও নৌ পথে চোরাচালানের একটি জনপ্রিয় পথ হচ্ছে থাইল্যান্ড। ২০১৫ সালে থাই পুলিশের অভিযানের ফলে সমুদ্রপথে শরণার্থীদের আগমনের ঘটনা কমে গেছে। শরণার্থীদের রক্ষা করতে ব্যর্থ থাই কর্তৃপক্ষের বিরুদ্ধে স¤প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এমনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মুখপাত্র অড্রে গাগরন বলেন, মানবিক শরণার্থী নীতি গ্রহণের মাধ্যমে থাইল্যান্ডের আঞ্চলিক দৃষ্টান্ত স্থাপন করা জরুরি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ