মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২২ সালের মধ্যেই ভারতে গড়ে উঠবে রাম রাজ্য। গত শনিবার এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরোক্ষ ভাবে তিনি ইঙ্গিত দেন, ২০২২ সালের মধ্যেই গড়ে উঠবে রাম মন্দির। দিন দুয়েক আগেই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ২০১৮-এর মধ্যেই রাম মন্দির নির্মাণ করা হবে। এর জন্য একটি একশন প্ল্যান বানানো হচ্ছে। তার পরই যোগীর এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে যোগী দাবি করেন, ভারতকে দারিদ্র্য, দূষণ এবং অরাজকতা থেকে মুক্ত করতে লড়াই করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এগোচ্ছেন ‘ভিশন ২০২২’-এর লক্ষ্যে। আর ওই সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে রাম রাজ্য। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।