মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ছাত্র-ছাত্রীদের একেবারেই ছাড়তে হবে আমিষ। আর মদ্যপানের অভ্যাস থাকলে সেটাও বাদ দিতে হবে। শিক্ষার্থীদের স্বর্ণপদক পাওয়ার ক্ষেত্রে এমন শর্ত আরোপ করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয়। মেধাবী শিক্ষার্থীদের এই স্বর্ণপদক দেয়া হয় যোগ মহাঋষি শেলারমামা ট্রাস্টের পক্ষ থেকে। এরই মধ্যে স্বর্ণপদকের জন্য ২০১৬ -২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবেদনপত্রে বলা হয়, আমিষ ও মদ বাদ দেওয়ার পাশাপাশি যেসব শিক্ষার্থীদের যোগব্যায়াম, এন ও প্রাণায়ামের অভ্যেস রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া পড়ুয়াদের ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী এবং তা প্রতিদিনের জীবনে মেনে চলতে হবে। এখানেই শেষ যোগ্যতার মাপকাঠি। আবেদন করতে হলে শিক্ষার্থীকে নাচ, গান, আবৃত্তির মতো কোনো একটি ক্ষেত্রে পারদর্শী হতে হবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বর্ণপদক পাওয়ার শর্ত বিশ্ববিদ্যালয় ঠিক করে না। যে ট্রাস্ট এই পদক দিচ্ছে তারাই এই শর্ত দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অরবিন্দ শালিগ্রাম জানিয়েছেন, এই শর্তাবলী প্রকাশ পাওয়ার পর নানা মহল থেকে সমালোচনার মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।