মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গাড়ির পিছনের আসনে বসে সাত মাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন এক মহিলা। সেই সময় মুম্বাই ট্রাফিক পুলিশের টোয়িং ভ্যান মহিলা ও তাঁর সন্তান-সহ গাড়িটিকে তুলে নিয়ে যায়। মুম্বাইয়ের মালাডের এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মুম্বাই ট্রাফিক পুলিশের এই কর্মকাÐের জেরে নানা মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মালাড (পশ্চিম)-এর ব্যস্তবহুল এস ভি রোডে গাড়ি পার্ক করেছিলেন জ্যোতি মালে নামে ওই মহিলার স্বামী। গাড়ির পিছনের আসনে বসে সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন জ্যোতি। অভিযোগ, সেই সময় মুম্বাই ট্রাফিক পুলিশের এক কনস্টেবল শশাঙ্ক রানে গাড়ির কাছে আসেন। নো-পার্কিংয়ে গাড়ি পার্ক করার অভিযোগ তুলে গাড়িটিকে তুলে নিয়ে যান। গাড়ির পিছনের আসনে তখনও সন্তানকে নিয়ে বসেছিলেন জ্যোতি।
তিনি বলেন, জরিমানা দিয়ে গাড়িটি ছেড়ে দেয়ার জন্য ওই কনস্টেবলকে অনুরোধ করে আমার স্বামী। শুধু তাই নয়, সন্তানের অসুস্থতার কথাও জানাই। প্রেসক্রিপশনও দেখাই। কিন্তু কোনও কথাই শোনেননি ওই কনস্টেবল। এএনআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।