পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অপহৃতদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয় দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এটা ব্যর্থতা নয়, একটু সময় দিতে হবে। রোববার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে নৌ-পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অপহৃতদের খুঁজে না পাওয়াটা ব্যর্থতা নয়। আমাদের একটু সময় দিতে হবে। আমরা অবশ্যই তাদের ফিরে পাবো। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। নৌ-পুলিশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের কলেবর বৃদ্ধি ও নদীপথে অধিকতর নিরাপত্তার জন্য নৌ-পুলিশ গঠন করেন। নদীমাতৃক বাংলাদেশ আবারও সচল হবে, নৌ-পুলিশ নদী পথগুলো নিরাপদ করতে কাজ করবে। যেখানে যা প্রয়োজন তারা তাই করবে বলে আমার বিশ্বাস। নৌ-পুলিশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, দেশের নদী পথগুলোকে নিরাপদ রাখতে নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে আরও শক্তিশালী করতে আমরা কাজ করছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি), অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে নৌ-পুলিশকে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, দেশের নদী পথগুলো সুরক্ষিত রাখতে আমাদের নৌ-পুলিশ কাজ করবে। নৌপথে শুধু টহল দিলেই হবে না, জননিরাপত্তার জন্য নৌ-পুলিশকে কাজ করতে হবে। নদীতে ঝাটকা নিধনের বিরুদ্ধে নৌ-পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারও ইলিশের উৎপাদন বেড়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ খুব ভালো ভূমিকা রেখেছে। এ বছর নদীতে ঝাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণের জন্য কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে। নৌ-পুলিশের প্রধান ডিআইজি শেখ মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-স্ব^রাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, মাহবুবুদ্দিন আহমেদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। মোবাশ্বার হাসান সিজারের সন্ধান দাবিতে গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে মুখোশ পরে প্রতিবাদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গত ৭ নভেম্বর সন্ধ্যা থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তিনি তাঁর পরিচিতজনদের কাছে সিজার নামে পরিচিত। সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে ওই দিন তিনি আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান। সেখান থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন। এ নিয়ে গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আড়াই মাসে রহস্যজনকভাবে রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রসহ নয়জন নিখোঁজ হলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।